জীবিকার প্রয়োজনে আমি তোমাদের লোক,
অথচ আমিত্ববাদকে বর্জন করতে শিখিনি।
দৈনন্দিন মিথ্যাচার-ছিনতাই-রাহাজানি লোকাচার
কুটলোকটাকেও বলে ফেলি ভাল আছি।
অন্ন অন্বেশনে সমাজে ভিড়ি এক একটা মুখোশ পরে
যাপিত জীবনে ছুটি মিলে, নিস্তার মেলে না।
ভালবাসাবাসি প্রয়োজনে-নিয়মে- দেখানোর ছলে
আবেগতারিত কম প্রশ্রয়ে স্বপ্নের বেড়াজালে।
অথচ আমিত্ববাদকে বর্জন করতে শিখিনি।
দৈনন্দিন মিথ্যাচার-ছিনতাই-রাহাজানি লোকাচার
কুটলোকটাকেও বলে ফেলি ভাল আছি।
অন্ন অন্বেশনে সমাজে ভিড়ি এক একটা মুখোশ পরে
যাপিত জীবনে ছুটি মিলে, নিস্তার মেলে না।
ভালবাসাবাসি প্রয়োজনে-নিয়মে- দেখানোর ছলে
আবেগতারিত কম প্রশ্রয়ে স্বপ্নের বেড়াজালে।