ক্ষমা করো
উড়ে গেছে একশটি কবিতার পাতা
আফসোস নেই, যাক সেটা।
তাদের ভাগ্য নিয়ে ফিরে গেছে
দূরপাল্লার কোনো শ্টেশনে
টুকরো কাগজের ঠোঙ্গা হয়ে।
আমাকে ভুল বুঝো না
যুবা উড়ু মন স্থির ছিল না।
ক্ষমা করো হে আমার কবিতার পাতা
তোমাকে যত্নে রাখতে পারিনি।
যেমন যত্নে রাখতে পারিনি
চুল্লাল্লিশ বছরের স্বাধীনতা।
আফসোস নেই, যাক সেটা।
তাদের ভাগ্য নিয়ে ফিরে গেছে
দূরপাল্লার কোনো শ্টেশনে
টুকরো কাগজের ঠোঙ্গা হয়ে।
আমাকে ভুল বুঝো না
যুবা উড়ু মন স্থির ছিল না।
ক্ষমা করো হে আমার কবিতার পাতা
তোমাকে যত্নে রাখতে পারিনি।
যেমন যত্নে রাখতে পারিনি
চুল্লাল্লিশ বছরের স্বাধীনতা।
No comments:
Post a Comment