Loading...

Tuesday, March 31, 2015

পাহাড়ে বৃষ্টি

পাহাড়ে হটাৎ বৃষ্টি
ভারাক্রান্ত আকাশ।
রিনিঝিনি শব্দে চলে
চলাচলের ছলাৎ ছল।
পাহাড় গড়িয়ে নামে জল
ভেজায় রাস্তা-
         গিরিপথ-
              মেঠোপথ-
                    পাহড়ী নদীর ঢল।
সূর্য থাকে আড়ালে
আলো আঁধারীর খেলার ছলে।
মেঘেরা সাঁতরায়ে যায়
রুদ্ররুপে আকাশের গায়।
মোহভুলে চিগমি আজ
গায় মেঘমল্লার গান,
নীলচে পাহাড়ে লাগে
নববর্ষার প্রাণ।


No comments:

Post a Comment