Loading...

Monday, June 1, 2015

বৃষ্টি (ছড়া)

আহা বৃষ্টি, দেখ বৃষ্টি 
ভেজার যত শিল্প। 
ওহ দিবাকর, নটকা দেখ 
দেখ মেঘের গল্প। 

ভিজবে আকাশ, ভিজবে মাটি 
ভিজবে সকল পাখি। 
রঙধনুতে রং লেগেছে 
দেখ মেলে আখি। 

পুকুর বিলে বান ডেকেছে 
নাচিয়ে মৎসকুল। 
বৃক্ষরাজি প্রাণ পেয়েছে 
ফুটিয়ে নতুন ফুল। 

ঝর ঝড় ঝর বারিধারা 
পড়ছে অবিরত 
কাজ না পেয়ে, কাঁদছে তারা 
দিনমুজুরি যত।

No comments:

Post a Comment